শাহবাগ জামিয়া মাদানিয়া প্রধানত একটি কওমি মাদরাসা, অর্থাৎ বেসরকারি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষার পাশাপাশি এটি এতিম শিশু-কিশোরদের লালন-পালন ও শিক্ষাদান, আর্তমানবতার সেবায় বহুমুখী প্রকল্প পরিচালনা এবং আরও নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করে থাকে। জামিয়ার এই বিপুল কল্যাণমূলক কর্মকাণ্ডের সম্পূর্ণ ব্যয়ভার দেশ-বিদেশের ধর্মপ্রাণ, মহৎ ও বিত্তবান মানুষেরাই বহন করেন। এখানে আমরা এই জাতীয় সাতটি খাতের উল্লেখ করছি এবং এসব ক্ষেত্রে আপনার সাধ্যমতো ও পছন্দমতো পরিমাণের অনুদান প্রদান করে দ্বীনী শিক্ষা ও মানবসেবামূলক কাজে আপনিও শাহবাগ জামিয়ার পৃষ্ঠপোষক ও সহযোগী হবেন বলে দৃঢ় আশাবাদ জ্ঞাপন করছি।